আমার কাকা শখের বশে কাকের ছানা পোষে
নিজের হাতে কত কী যে খাওয়ায় টুলে বসে ।
খাঁচার ভিতর তিনটে বাটি খাবার এবং জল
রোজ বিকেলে কাগের জোটে একটা গোটা ফল ।
কাকী বলে , পাখি বলে কেউ কি পোষে কাগ ?
কাকীর কথা শুনে কাকার বাড়ে ভীষণ রাগ ।
রাগের মাথায় শুনিয়ে দিল কড়া দুচার কথা
লুকিয়ে রাখে সঙ্গোপনে নিজের মনের ব্যথা ।
দিনে দিনে বাড়ছে ছানা শিখছে নিজের বুলি
বল্ না বাপু কাকী কাকী কা-কা ডাকটি ভুলি' ।
কাকীর কথা শুনে শুনে শিখলো কাকের ছানা
ছাড়লো না সে কাকী ডাকা শুনেও কাকার মানা ।
তাই নিয়ে কাকা কাকীর পাড়া  বাজিমাত
জুটে ছেলেপুলে বলে হেঁকে কেয়া বাত !
কাকের মুখে কাকী শুনে বাড়লো গায়ের জ্বালা
খাঁচা খুলে উড়িয়ে দিল বলে আপদ পালা !