নদীর বুকে স্রোত ছিল
স্বচ্ছ ছিল জল
পুকুর ভরা মাছ ছিল সব
পাড়ের গাছে ফল ।


মন উদাসী গানের কলি
দরদভরা সুর
দহলিজে বসতো আসর
আড্ডায় ভরপুর ।


এখন মানুষ বেজায় ফাঁকি
কথায় কথায় ফোঁস
কুকুর বিড়াল ঝগড়া করে
উদোমচরা মোষ ।


বীর নেতাজী আগুন ছিল
গান্ধী মহীয়ান
তাঁদের ডাকে সাড়া দিয়ে
হতো আগুয়ান ।


রাজাকার আর দালাল যত
সেই সময়ে ছিল
তারাই নেতা হয়ে এখন
দেশটি বেচে দিল ।