কমল ও কামালের পাশাপাশি বাড়ি
দুজনের হয় নাকো কভু খাড়াখাড়ি
একসাথে স্কুলে যায় একসাথে খেলে
পুজো ও ঈদে বুকে বুকে মেলে
পালেদের কমল, শেখেদের কামাল
অবশেষে তারা হয়েছে দামাল ।
পড়াশুনা শেষে কামাল করে মাস্টারি
শিক্ষক হিসেবে খুব নামডাক তারই ।
কমলের হাতেখড়ি রাজনীতির দলে
ভাই বন্ধু ভুলে যায় ক্ষমতার বলে ।
জাতি ধর্ম ভেদাভেদ তার রাজনীতি
কামালের পরিবারে তৈরি করে ভীতি ।
পুরানো দিনের কথা ভুলে যায় নিমেষে
বন্ধুত্বের ইতি টানে দুজনে অবশেষে ।