বাংলা পড়ান শম্ভুবাবু
        সাহিত্য ও ভাষা
এমনই রাশভারী তিনি
      যায় না কোন হাসা
সেদিন হঠাৎ বলেন এসে
      বলতো দেখি হীরে
কপোলেতে অশ্রু ঝরে
      এর মানেটা কী রে ?
হীরু নামের ডাকসাইটে
     ছেলেও গেল চমকে
'কপাল ভাসে চোখের জলে'
      বলেই গেল থমকে।
শম্ভুবাবু চটে বলেন
       কপাল থাকে চোখের উপর
কেমনে তাহা ভেজে !
           বললো হীরু ভয়ে ভয়ে
বাঁধাপায়ে ঝুলছিল সে
       তাইতো তাহার কপাল ভেজে
  বলেই ফেলে মুচকি হেসে ।