নিজের কবর নিজে খুঁড়ি
কেন খুঁড়ি ? বলবো না
------- আমি জানি না
আয় ষাঁড় গুতিয়ে যা
কেন ডাকি ষাঁড় আমি ?
-------- আমি জানি না ‌
বাঁশঝাড় উজাড় করি
কুঠারের সাথে মিলে
নিজে হয়েও বাঁশ
কেন ? আমি জানি না ।
বাঁধ কেটে বানে ভাসাই
লোকের কষ্ট যারপরনাই
সব জানি , সব বুঝি তবু
------- আমি বলবো না ‌।
জনগণ সর্বংসহা ধরিত্রী
যা খুশি করে যাই
যা খুশি করে যাব
--- আমি কারণ বলবো না ।
আমার কিছু সহোদর
ভিটেছাড়া করি আমি
কেন করি , বলবো না
কারণ আমি জানি না ।