টোপরপরা একটা কাঠঠোকরা
নারকেলগাছে উলম্ব হয়ে বসে
শাবল-চঞ্চু দিয়ে ক্রমাগত আঘাত করে
গাছকীটকে খুঁড়ে তোলে আপন নিষ্ঠায় ‌।
খোলা জানালা দিয়ে নিয়ত দেখি
মেঘেদের নিত্য আনাগোনা দিনে রাতে
দিনে কখনো সূর্যকে করে গ্রাস
রাতে চাঁদকে বগলদাবা করে করে ভাসে ।
হড়পা বান মানুষকে করে প্রাণহারা ঘরছাড়া
কখনো খরা কখনো বন্যা আসে
ধুমকেতুর মতো আপন খেয়ালে ,
শাসক ঢাকে সান্ত্বনার মোড়কে ।
মনের অজান্তে বেরিয়ে আসে দুঃখের পদাবলি
জংধরা সমাজের ছবি এঁকে যাই
একটা টোপরপরা কাঠঠোকরা
আমার দেহাবয়বে অহরহ ঠোকর মারে ।