অন্ধকারের পর্দা ছিঁড়ে
       উঠছে ভোরের সূর্যটা
পূর্বাকাশে ছড়িয়ে দিল
       কে ঐ আবির-বর্ণ-ছটা ?
মাথার উপর নীল চাঁদোয়া
       কে দিল ঐ টাঙিয়ে ?
রামধনুকে কে-ই বা দিল
        সাতটি রঙে রাঙিয়ে ?
সূর্য যখন অস্তায়মান
         ফল্গু রঙের বাহারে
তিনিই আবার রাঙিয়ে দিয়ে
         সাজিয়ে দিলেন তাহারে ।
দিনরজনীর বাড়াকমায়
         কিংবা জোয়ার ভাটায়
নিপুণ হাতে এমনভাবে
         কে বা আবার ঘটায় ?
জমির উপর পাহাড় সেঁটে
          রাখেন ভারসাম্য
এমন নিখুঁত চিন্তাধারা
          আবার কাহার কাম্য !
তোমার জীবন আমার মরণ
           ঠিক করে দেন যিনি
অদৃষ্ট এই হাতের খেলা
           সবই করেন তিনি ।