সারাদিন আয়নাটা খোকার খেলার সঙ্গী
আয়নার কাছে গিয়ে বাবুর কত কী ভঙ্গি
আয়নায় ঝুঁকে পড়ে  চুমু দেয় নিজে নিজে
ছাতা খুলে ধরে মাথায় যেন না যায় ভিজে
ছাতা রেখে শুরু করে লেখাপড়া আয়নাতে
বেবি শার্ক , মাম্মি শার্ক , কত কী আঁকে তাতে
খুকু হলে এত কথা আসতো না তো কবিতায়
ছোট বড় মেয়েদের স্বাভাবিক মন আয়নায় ।
কিন্তু এ যে ছোটবাবুর আয়না নিয়ে এই খেলা
একা একা সারাদিন আঁকাআঁকি তিন বেলা ।
আয়নাটা পেলে খোকা আর কিছু চায় না
সারাদিন একা থাকে কাউকে সে পায় না ।