এসো আমরা একটু খোলা হাওয়ায় বসি
গোল হয়ে বসতে পারি
তাহলে সবাই সবাইকে দেখতে পাবো
সবাই যে-যার কথা বলুক , আমরা শুনি
যে প্রকৃতি-প্রেমী সে প্রকৃতির কথা বলুক
প্রকৃতির রূপবৈচিত্র্য সম্পর্কে শুনি
বৃক্ষপ্রেমী নানান বৃক্ষের কথা বলুক
পুষ্পবিশেষজ্ঞ পুষ্পের রূপ বর্ণনা করুক
যে ভ্রমণরসিক তার মুখে অদেখা জায়গার কথা শুনি
যিনি কবি তিনি কবিতা পাঠ করুন
প্রেমিক-প্রেমিকা তাদের সফল বা বিফল প্রেমের
কথা আমরা মন ভরে শুনবো
দুঃখী তার দুঃখের কথা বলে
মন হালকা করুক
সুখী তার সুখের স্বপ্ন আমাদের দেখাক
আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি
খোলা হাওয়ায় দু'দণ্ড বসে আমরা মত বিনিময় করি ।