কিংশুক কিংশুক
তুমি বড় হিংসুক
আসো কেন ফাগুনে
পুড়ি তোমার আগুনে
শুকপাখির ঠোঁট-রঙ
শুধু তোমার এই ঢঙ
মেটাই মনের জ্বালা
গলে  কিংশুক মালা
পাঙ গোঙ ইম্ফলে
মনিপুরী লোকে বলে
কত নামে চেনা ফুল
সাঁওতালির কানে দুল
তবু বলি কিংশুক
তুমি বড় হিংসুক
বসন্ত  আনে বটে
গরমে ঘাম ছোটে
কবি লেখে কবিতা
পলাশের ছবিটা
ভেসে ওঠে চিত্তে
ছন্দে আর  নৃত্যে ।