মাঠ পেরোলে নদী বিশাল
নদীর ওপার বন
সেই বনেতে পড়ে আছে
মধু চাষীর মন ।
মধু চাষী কিসমত আলির
বনের ধারে বাড়ি
মধু আনতে অনেক আশায়
বনে দিল পাড়ি।
সেই বনেতে হেঁতাল গাছের
তলায় থাকে বাঘ
মানুষ খাওয়ার জন্য কেবল
খোঁজে শুধু বাগ ।
পেটের দায়ে মধু নিতে
উঠলো গাছে যেই
নরখাদক ব্যাঘ্র এসে
রইলো বসে সেই ;
পাত্র ভরে মধু নিয়ে
নামে কিসমত আলি
মধু পেড়ে যাচ্ছে ঘরে
বাঘটি ছোটে খালি ।
মন্দ কপাল কিসমত আলির
বাঘের পেটে গেলো
মধু চাষীর ঘরখানা সেই
শূন্য পড়ে র'লো ।