ক্যালকাটা কেটে দিয়ে কোলকাতা লিখেছি
নাম দিয়ে ষোলআনা বাঙালী যে হয়েছি
                  মহত্ত্বের মহিমায়
                  বীরত্বের গরিমায়
গলা ছেড়ে খুশিমনে হিন্দিগান ধরেছি ।


বাংলার কোলকাতা বাংলাটা লেখে না
ভিন্-ভাষায় কথা বলে বাংলাটা বলে না
                   সেই বীরপুরুষেরা
                    চিরস্মরণীয়রা
লেখাপড়া জানে বটে বাংলাটা পড়ে না ।


লোক বাড়ে কোলকাতায় বাঙালীরা কমছে
চারিদিকে কলেবরে ফুলে ফেঁপে বাড়ছে
                   ব্যবসাটা অবিরত
                    বেওসা-তে পরিণত
তবু ভালো আজকাল বাঙালীরা জাগছে ।