কলকাতায় যে জায়গার নাম উল্টোডাঙ্গা
সেখানে নাকি একবার ডিঙ্গি উল্টেছিল
নদী গেলো মারা , ডিঙ্গি হল ডাঙ্গা
তাই এখন উল্টোডাঙ্গা
কলকাতায় যে জায়গার নাম তালতলা
যেখানে আগে ভোরে তালকুড়ানোর ধুম ছিল
ছোটরা ভূতের ভয়ে সাঁঝে যেতে সাহস করতো না
এখন সেখানে ছোটরা সন্ধেবেলায় ফুটপাতে খেলা করে
সাহেব বাগানে এখন বিলিতি সাহেব থাকে না বটে
দেশী বিবিরা ফুটপাতে ঝুপড়িতে থাকে
আর রাতের আঁধার নামলে দেশী বাবুদের সন্ধান করে
জীবন বড়োই কঠিন
দিনের বেলায় তো রোজগার নেই
যা কিছু কামানোর অন্ধকার সুযোগ করে দেয়
রাতে কুড়ি চল্লিশ ষাট সব সমান ।