তন্ত্রে বিশ্বাস আছে
তবে দ্বিধায় পড়ি কোন্ তন্ত্র ভালো না মন্দ
সমাজতন্ত্র উত্তম কিন্তু নেতাদের কথাই শিরোধার্য
জনগণের কথা তলানিতে
সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র তুলনাহীন যদি মুখবন্ধ থাকে
সাম্য আর সাম্য , মুখ খুললে গায়েব ।
রাজতন্ত্রের কথা আলাদা
রাজার মন জুগিয়ে তুললে রাজসভার নকিব
বিরোধিতা করলে কোন্ পাতালে পাঠাবে
কাকপক্ষীও টের পাবে না ।
শত শহিদের রক্তে যে দেশে গণতন্ত্র এলো
পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়ে
সেখান বাকস্বাধীনতা থাকলেও
নেতাদের প্রতি আনুগত্য থাকলে নিরাপদ
নইলে গাড়ল অবুদ্ধিজীবী
মনুষ্যত্ব মুখ লুকায়
ধর্ষণ রাহাজানি গণপিটুনি অবিচারে
ফলে রামরাজত্ব আজ সোনার হরিণ ।