যে মূর্তি দেখেছি কৃষ্ণসাগরের তীরে
কৃষ্ণাঙ্গ মেয়েটির মাঝে
তার কোঁকড়ানো কালোচুলে ,
পুরু ঠোঁটে , প্রায় বর্তুল আঁখিপাতে
বেদনার রেখাপাত আদিম প্রস্তরযুগে নির্মিত ;
চোখে জল টলমল
কৃষ্ণসাগরের শান্ত ঢেউ বয়ে যায় ;
মসিকৃষ্ণ অন্ধকারে যায় না দেখা ।