তোমার সেনার ভারি বুটের শব্দে দ্যাখো
তোমার পুলিশ তাণ্ডব নাচে
দাগ রেখে যায় দিল্লি-পাঞ্জাব সীমানায়
দিল্লি যাওয়ার পথ আটকায়
ঢোকার পথ ব্যারিকেডে ঘোচে
শুকনো মাটি পরিপাটি ওড়ায় ধুলো
টাকায় কেনা রোবটগুলো
সিন্ধু-বাধা তবু অনড় সংকল্প
বাপপিতামহের মান রাখতে
লক্ষ লোকের জান বাঁচাতে
শক্তজমিন ভাঙতে আনে যন্ত্রলাঙ্গল
মন চাষীদের অয়স্ কঠিন
জনস্রোত রুখতে বাঁধ
তাদের কাছে মরণফাঁদ
তবু তারা অনড় অটল
প্রতিশ্রুতিতে ধরে না ফাটল
ধানের শীষের দুধ খাবে কে তার
চাষীর সন্তান না সওদা যার
গতর ঘামায় ফসল ফলায়
নুন আনতে পানতা ফুরায়
গরম আঁচের দহন সয়ে
দলছে তারা হেলায় পায়ে
নাজির উজির মায় হুকুমত
ব্যর্থ প্রয়াস , সকল কৃষক একমত
শাহিনবাগের চেয়েও শক্ত
এখানে কঠিন ঝরানো রক্ত
রক্তপায়ী হায়েনা বাদুড়
মজুদঘরে পাতে মাদুর
চাষীর ফসল সওদা সস্তায়
শতগুণ মুনাফা লুটতে চায় ।