সুলাইমান ছিলেন নবি
বাদশার বাদশাহ মহা সম্রাট
বিপুল সাম্রাজ্যের অধিকারী
যাঁর প্রতি ছিল আল্লাহর অপার করুণা
মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে পেয়েছিলেন তিনি
জ্বিনেরা ছিল অজ্ঞাবহ
কীট পতঙ্গ ও পশুপাখিদের ভাষা বুঝিবার
তাঁর রাজদরবারে ছিল তাদের প্রতিনিধি ;
হুদহুদের মর্যাদা ছিল সবার উপরে
হুদহুদের রূপ ছিল চোখে পড়ার মতো
দ্রুত একটানা উড়ানে অতুলনীয়
একদা তাকে না দেখি রাজদরবারে
বাদশাহ নবি করেন উষ্মা প্রকাশ
হেনকালে সুখবর করে বহন হুদহুদের আগমন
বুদ্ধিমত্তা ও ধূর্ততায় যার জুড়ি মেলা ভার ;
"মহারাজ আপনার জানা নেই যে
আমি জেনে এলাম অনুপুঙ্খ
সাবা জাতির নেতৃত্বে এক নারী
অসামান্য রূপসী যিনি
বিলকিস নামে রানি
বিশাল সিংহাসনে আসীন" ।
সংবাদদাতাদের জন্য চিরকালীন এক সবক
সাবার রানি বিলকিসের সংবাদের ভিত্তি ছিল সত্য
পত্রে জেনে রানি সভাসদদের পরামর্শে
পাঠালেন মহার্ঘ উপঢৌকন
কিন্তু নবি করেন প্রত্যাখ্যান ।
অতঃপর স্বয়ং আবির্ভূত রানি বাদশার দরবারে
স্বচ্ছ জলভ্রমে রানি পোশাক তুলি লজ্জিতা
স্বচ্ছ স্ফটিক নির্মিত মেঝেতে
এবং চরম বিস্মিত আপন সিংহাসন হাজির সুমুখে
অবশেষে মিত্রতা বাদশাহ নবির সাথে ।