যাচ্ছে দিন আসছে দিন
বাড়ছে ছাত্র ইস্কুলে
একেক দিন নানান মেনু
খাচ্ছে সবাই প্রাণ খুলে ।
সাইকেল ফিরি কেতাব ফিরি
পড়াশুনা চুলায় যাক
টিকমারা সব প্রশ্নগুলোয়
শুনে দেখে নাম্বার পাক ।
বিদ্যা বাড়ে ডিগ্রি বাড়ে
শিক্ষিত সব ঘরে ঘরে
কর্ম নাই রে চাকরি নাই রে
সোচ্চার দাবি করে ।


আগের দিনে ম্যাট্রিকেতে
প্রথম শ্রেণি পেলে
দূরে দূরের লোকে তখন
দেখতে যেতো  মিলে ।
শিক্ষকেরা পিতৃসম
পড়ার দিকেই লক্ষ্য
তাঁদের যত্নে শিক্ষার্থীরা
হতো তখন দক্ষ ।


লেখাপড়ায় তখন এখন
আকাশ পাতাল তফাৎ
বিদ্যা বাড়ে ডিগ্রি বাড়ে
শিক্ষা চুলোয় যাক ।