দীনজনে দিন আনে দিন খায়
ধনীজনে ধন আছে ধন চায়
পাখিসব পাখা আছে পাখা মেলে
ফলগাছে ফল খায় ফল পেলে ।
জ্ঞানীজনের জ্ঞান আছে জ্ঞান দানে
মানীজনের মান আছে লোকে মানে;
মানিনীর মান আছে মান করে
পাঠকেরা পাঠে খুশি পাঠ করে ;
লেখকের লেখা চাই লেখে তাই
ভাবুকের ভাবনার শুরু আছে শেষ নাই।