নিকোলাই চশেস্কুর কথা মনে আছে ?
রোমানিয়ার সেই অবিসংবাদিত রাষ্ট্রপ্রধান
বাঁচার জন্য কত সুরক্ষা , ভূগর্ভস্থ কক্ষ
যা পারমাণবিক বিস্ফোরণেও নিরাপত্তা দেয়
বিদেশী বাহিনীর নির্ভরযোগ্য দুর্ভেদ্য বডিগার্ড বাহিনী
নিশ্ছিদ্র বাহনের বিশ্বাসযোগ্যতা
লক্ষ সেনার অনুগতবাহিনী
তবুও শেষে ফায়ারিং স্কোয়াডের দ্বারা ফাঁসিতে মৃত্যু
ধোঁকা খাওয়া জনগণের প্রচণ্ড উল্লাসের বিস্ফোরণ
তিনি বোঝেননি এভাবে বাঁচা যায় না
গণবিরোধী যে কোন সিদ্ধান্তে পতন অনিবার্য
যেমন হয়েছিল বাস্তিল দুর্গের পতন
লোহার বাসরে থেকেও লখিন্দর বাঁচতে পারেনি ।