লুকমানের উপদেশ
                   জামাল ভড়
মহাজ্ঞানী ছিলেন মহামতি লুকমান
বলিলেন , হে পুত্র শোন দিয়া কান
সদা মনে রাখ আল্লাহ , সর্বশক্তিমান
যিনি বিজ্ঞ যিনি জ্ঞানী সদাবিরাজমান
তিনি নহেন সঞ্জাত , একক অসমতুল
তিনি করেন না জাত করেও এক ভুল ।
হে পুত্র ! আঘাত করো না পিতামাতাকে
মাতৃদুগ্ধ খাইয়েই বাড়িয়েছে তোমাকে
দু'বছর দুগ্ধপানে তোমার সুস্থ সবল দেহ
মায়ের সমতুল নেই যে এই জগতে কেহ
প্রতিরোধ কর সামনে অন্যায় দেখিলে কারো
ভালো কাজে কর উৎসাহিত যতটা পারো
সবরে মিলিবে ফল , কথা শুনিবার ছলে
ফেরাইয়োনা মুখ , শোন কানপেতে যা বলে ,
অহংকারে ফেলিও না পা  হেঁটে দেমাগভরে
বাসে না ভালো আল্লাহ তারে যে গর্ব করে !
মধ্যম পন্থা কর সদা অবলম্বন চলার পথে
চলিবে আল্লাহ ও নবি রসুলের কথিত মতে
গর্দভের মতো চিল্লিয়ে বলো নাকো কথা
তোমার চীৎকারে সবাই পাবে অন্তরে ব্যথা,
আল্লাহ রাখেন হিসাব তিলেক সদাসৎ কর্ম
সদা ভয় কর প্রার্থনা কর মেনে চলে ধর্ম ।
( এই কবিতা আমার লেখা ইংরাজি কবিতা অবলম্বনে অনুবাদ )
The advice of Luqman, the wise
           Jamal Bhar
Luqman said unto his son, O my son
Remember Allah the Omnipotent
Neither begets nor begotten, has
No equal, the only One! The Supreme!
O my son! Be careful to your parents!
They took two years to wean you.
O my son! Inspire people to do good deeds
And debar them to do the evils.
Keep patience in every aspect! Turn not
Your face from people while talking!
O my son! Must not tread with arrogance
As He doth not like one’s conceit!
Follow middle path till last breath.
And keep your voice low as braying
Is disliked by everyone! O my son
The Almighty knows the minute particle
Wherever it is kept! Fear Him and pray!