হজরত লুত নবির কথা কে না জানে
উল্লেখ পাই পবিত্র বাইবেল ও কুরআনে ।
হজরত ইব্রাহিমের আপন ভাতিজা এই রসুল
কেনান নামক স্থানে আসতে চলে করেনি ভুল ;
নবুয়তের দায়িত্ব তাঁর উপরেই হয় অবতীর্ণ
সঠিক পথে আনতে যারা সমকামিতায় দীর্ণ ।
লুত নবির কালে পার্থিব উন্নতির চরম শীর্ষে
ব্যভিচার ও অজাচারে লিপ্ত জাতি ভাবে বীর যে।
সেই সমাজে প্রকাশ্যে করতো তারা অপকর্ম
তারা ছিল পাপাচারে লঙ্ঘন করে লুতের ধর্ম ।
দীর্ঘ সময় চেষ্টা করেও ব্যর্থ নবি তাদের পাপাচার
আল্লাহ তখন গজব নামায় তাদের করে ছারখার।
নবি তাদের চেষ্টা করেন তাদের বোঝাতে হও বিরত
সমকামী হওয়া থেকে তোমরা যদি না হইবে নীরত
আল্লাহ দেবেন চরম শাস্তি মনে রেখো হে জাতি
অবজ্ঞা করে ব্যঙ্গ করে দুষ্ট লোকে বোঝেনি ক্ষতি ।
এরূপ ভাবেই লুতের কওম হয়েছিল বিলীন হয়
একটা জাতি অপকর্মের ফলে বিধ্বস্ত ও ক্ষয় ।