আমরা মধ্যবিত্ত, আমাদের সাধ আছে , সাধ্য নেই
আমাদের খাটো কাপড় বেড়ে কুলায় না
সীমিত আয়ে সব ইচ্ছা পূরণ হবার নয় ।
মধ্যবিত্তের না আছে রোজা , না আছে পূজা
পরিবারের সবার আশা মেটাতে অসমর্থ
তাদের মুখে হাসিফোটাতে পারিনা
সন্তানের ন্যূনতম ইচ্ছাও মেটাতে পারিনা
বন্ধুবান্ধবের মতো ওড়াতে পারি না
উপরে উঠতেও পারি না , নিচেও নামতে পারিনা
রোজা ও পূজার সময় সবকিছুর মূল্য ঊর্ধ্বমুখী
ফলমূল শাকসবজি পোষাকআশাক
সব কিছুর দাম আকাশছোঁয়া ।
আমাদের কোন উপরি উপার্জন নেই
না পারি চুরি করতে , না পারি ঘুষ নিতে
সততার সাথে জীবনধারণের এটাই সমস্যা
রাজনৈতিক নেতা হলে অন্য কথা ছিল
ডাইনে বাঁয়ে সামনে পিছনে আয় ;
তবে এটা বিশ্বাস করি সদ্ভাবে
জীবনযাপনের মজাই আলাদা
বুক ঠুকে বলা যায়
মাথা উঁচু করে চলা যায় ।
যা কিছু ঐ সামান্য বেতন
সেটা দিয়েই সন্তানের লেখাপড়া
সারা মাসের বাজারঘাট, ঘরভাড়া,
অফিসে যাতায়াতের জন্য বরাদ্দ
টুকিটাকি ওষুধপত্র তো লেগেই আছে
তার জন্য রেখে দেওয়া ;
ফলে গরিবের আর সজনের ডাঁটা দিয়ে
বিরিয়ানি রান্না হয় না ।