রাজার যত কর্মচারীর
ছিল অনেক দুখ
কিন্তু রাজার রোষের ভয়ে
খুলতে নারে মুখ ।
কত রকম ফন্দি ফিকির
আসে রাজার মাথায়
সেসব কথা লিখে রাখেন
নতুন মোটা খাতায় ।
বৃদ্ধাভাতা , কন্যাভাতা
খরচ অনেক টাকা
কর্মচারীর বেলায় শুধু
রাজভাণ্ডার ফাঁকা ।
বাজারমূল্য লাগামছাড়া
ক্রম উর্ধ্বগতি
ভাতার দাবি নিয়ে তারা
পালে কর্মবিরতি ।
কর্মচারী দেশের খুঁটি
তাদের হাতেই কলম
দগদগে ঘা বেড়েই চলে
পায় না বলে মলম ।