যত দামিই হোক না তোমার কাপড়টা
ইচ্ছে করে লোকে দেবে কালির ফোঁটা
অগ্নিপরীক্ষা হয়েছিল সতীসেরা সীতা
এমনই পোড়াকপাল ছিল জনকদুহিতা
চিরকাল নরসমাজ একই রকম কয়লা
শত ধুলেও স্বভাবখানা থাকে যেন ময়লা
কালিছেটানো লোকের কাজ
ছিল আগেও আছেও আজ ।
কুকুরের কাজ কুকুরে করে
কেউ কি তার লেজুড় ধরে !
নিজের লক্ষ্যে এগিয়ে চলা বুদ্ধিমত্তা
আপন কর্মসাধন মাঝে  মানবসত্তা ।