দৃষ্টি আমার নিম্নমুখী
তাইতো আমি অধোমুখী
সেদিন তখন ভরা দুপুর ,
পায়ে ছিল রুপোর নূপুর
চন্দ্রমুখী হাঁটছে দেখি ,
অবাক বটে সে কী
পথভরা জল , চোখ ছলছল
পাদুকা খুলে , সালোয়ার তুলে
সাবধানে চলে জলকাদা দলে
দৃশ্য সামান্য , তবুও অনন্য
ভুলিনি আজও , যদিও করি কাজও
সেও তো আমায় জানতো
তার মানুষেরই  মন তো ।