মাটির মানুষ নহে কিন্তু
মাটি দিয়ে গড়া
খুব নিরীহ বুঝি তাকে
আগা থেকে গোড়া ।
লৌহমানব কে বলেছে
লোহার মতো কঠিন
মরচে ধরে হতেও পারে
লোহার শক্তি ক্ষীণ ।
সিংহপুরুষ বলতে বুঝি
সিংহের মতো শক্তি
পুরুষ নারী নির্বিশেষে
করেন তাঁরে ভক্তি ।
আবার ননীর পুতুল মানে
পুতুল টুতুল নয়
কোমল মনের মানুষ তারা
নরম মনের হয় ।