মাথার ঘাম পায়ে ফেলে
আমরা করি উপার্জন
দামি মাথা বাঁচাতে কি
আমাদের আছে মন
মাথার ইচ্ছায় দেহ নড়ে
হাত এবং পা চলে
মাথার ইচ্ছায় খেয়ালখুশি
মুখ , জানি , কথা বলে ।
পায়ে থাকে জুতা চটি
গায়ে দিই দামি জামা
রোদ্দুরে যত পোড়ে দেখি
মাথা তত হয় তামা ।
যদি দিতাম মাথায় টুপি
কিংবা একটা রুমাল
থাকতো মাথা সুরক্ষিত
হতো না আর বেসামাল ।
অঙ্গবিহীন দেহ নিয়ে
মানুষ পারে বাঁচতে
মাথা ছাড়া দেহখানি
আছে কি আর জগতে !