জন্মে দিলাম কান্না জুড়ে
তোমার হাসি মুখে
তারপরেতে কান্না শুনে
জড়িয়ে নিতে বুকে ।
কভু হলে শিক্ষাগুরু
শেখাও আঙুল তুলে
বন্ধু সেজে দেখা দিলে
নিজের বয়স ভুলে ।
খেতে না চাইলে আমি
যদি বায়না করে
কত সেধে খাওয়াতে যে
তুমি যত্নভরে ।
রূপকথার সেই রাজপুত্তুর
রাজকন্যে নিয়ে
ছুটতো ঘোড়া টগবগিয়ে
মাঠের উপর দিয়ে ।
ঘুমপাড়ানির গল্প শুনে
ঢুলে পড়ি ঘুমে
আমার কপাল ভরিয়ে দিতে
তোমার আদর চুমে ।
তোমার আদর তোমার শাসন
তোমার ভালোবাসা
তোমার কাছেই আমার যত
পূরণ হবার আশা ।