মানবমাতা পশুমাতা
সকল যুগে সমান
সন্তানের প্রতি ছিল
আছে সম টান ।
সকল দেশে সর্ব কালে
মায়ের ভালোবাসা
এই পৃথিবীর সর্বকালের
শ্রেষ্ঠ থাকার বাসা ।
মায়ের কোন হয়না জাতি
বর্ণ কিংবা ধর্ম
সন্তানকেই গড়ে তোলা
তাদের হলো কর্ম ।
মায়ের স্নেহ যায় না মাপা
এই জগতের পাল্লায়
মাতৃহারা সন্তান তাই
যেতে পারে গোল্লায় ।