মে ডে , মে ডে , মে ডে
হ্যাঁ তিনি তিনবারই বলেছিলেন
বিপদ বোঝার সঙ্গে সঙ্গেই
রানওয়ে ছাড়ার দেড় মিনিটের মধ্যে
কিন্তু সাহায্যের কোন হাত এগিয়ে আসার আগেই
মুখ থুবড়ে পড়ে দাউ দাউ জ্বলে উঠলো বিমানটি
আহমেদাবাদের সর্দার বল্লভভাই বিমানবন্দরের অদূরে
এক মেডিকেল কলেজের কাছে
দুর্ভাগা যাত্রীরা ভবিষ্যতের উড়ানে জল ঢেলে
অগস্ত্য যাত্রা করে ।