আ-কারান্ত স্ত্রীবাচক নামের আ-কার বাদ দিয়েই বলি
নারী হিসাবে চিহ্নিত করার প্রয়োজনবোধ করি না
কোন কাজে তো পিছিয়ে নেই মেয়েরা আজকাল
পদবীতে তো মেয়েরা আ-কার বাদ দেয়
কর্মকার কখনো কর্মকারা হয় না , দেবনাথ নয় দেবনাথা ,
পাল কভু নয় পালা বা পালিত নয় পালিতা
সাহস থাকে তো কোন ঘোষরমণীকে ঘোষা বলে ডেকে
দেখুন , কী অবস্থা হয় নিজেই জানবেন !
কর , ধর , বর এসব পদবীতে আ-কার দিয়ে দেখবেন !
মেয়েরা তো যুদ্ধবিমান চালাতে পারে
বাচেন্দ্রী পাল তো এভারেস্ট জয় করেছিলেন
ভ্যালেন্তাইন তেরেশকোভা মহাকাশে গিয়েছেন
আর প্যালেস্টাইনের সেই কমবয়সী মেয়ে
লাইলা খালেদের কথা মনে আছে ?
বিমানছিনতাইকারী প্রথম মেয়ে অর্ধশত বছর আগে
পৃথিবীর বুকে আতঙ্ক জাগিয়েছিল ।
হাল আমলের মেরি কম বা নিখাত জারিনের সঙ্গে
কজন পুরুষ লড়াই করার ক্ষমতা রাখে !
মেয়েদের পায়ে বেড়ি পরিয়ে লাভ নেই
ওরা স্বাধীনভাবে ঘুরুক , উড়ে বেড়াক প্রজাপতির মতো ,
ডানাছেঁটে লাভ নেই ।