চারজনের কাঁধে চেপে চলেছে মেয়েটা
নিথর নিস্পন্দ ক্ষীণ কলেবর
এদিক ওদিক হয় চলার পদক্ষেপে
শতেক কাটাছেঁড়া সত্ত্বেও
মৌন মিছিলের মুখ স্বতঃই কম্পিত ---


যে তনুবল্লরি তরুবরে
জড়িয়ে উঠতে চেয়েছিল
ছুঁতে চেয়েছিল নির্মল আকাশ
অধরাই রয়ে গেল সুদূর নীলিমা
সে আজ শায়িত হবে
সাড়ে তিন হাত বাই দেড় হাতে
গর্ভজ স্বপ্ন নিয়ে ----


এরপর বেশ কিছু দিন
কেউ বলবে , উন্মার্গগামী
কেউ বলবে , বেইমান
ফাঁসি হওয়া উচিত গাছটার
তারপর সবাই ভুলে যাবে
লতার চিহ্নমাত্র থাকবে না
গাছে আরেক লতা
আবার ফুলে ফলে ভরিয়ে দেবে ।