আমাদের দেশে আছে মৌসুমী বৃষ্টি
আর আছে কত শত স্বাদেভরা মিষ্টি ।
আমাদের বলে লোকে মাছে-ভাতে বাঙালি
শেষপাতে আমরা তবু একটু মিষ্টির কাঙালি ।
বর্ধমানের  সীতাভোগ মিহিদানা যদি পাই পাতে
লক্ষ্যটা কম থাকে থালাভরা ভাতে ।
বাঁকুড়ার চমচম আর মেদিনীপুরের মণ্ডা
পেলে খাই পেট ভরে দুই তিন গণ্ডা ।
মিষ্টির নাম শুনে থামাও তোমার মুখ ভ্যাংচা
খেয়ে দ্যাখো শক্তিগড়ের সদ্য ভাজা ল্যাংচা ।
বহরমপুরে গেলে খেয়ে দেখো ছানাবড়া
ভালোবেসে বলবে , ফের খাবো আমরা ।
রামপুরহাটের যদি পাও জোড়াপ্যাঁড়া , আহ্
বলবেই তুমি মুখ ফুটে এ তো বেশ বাহ্ ।
মালদার কনসাট আর বনগাঁর রসগোল্লা
তার সাথে একটু বসিরহাটের কাঁচাগোল্লা ।
কেষ্টনগরে গেলে ভুলো না খেতে সরভাজা
সরপুরিয়াটাও খেলে তুমি হবে তরুণ তরতাজা ।
ক্ষীরদইয়ের স্বাদ পেতে যাও বালুরঘাটে
শুধু দই খেতে হলে যাও মোল্লারচকের হাটে ।
জয়নগরের মোয়া ভাই যায় কীসে কম কী !
ভদ্রেশ্বরের জলভরা নাম তুমি জান কি ?
মধুমেহর রুগী হলে কোলকাতার কে সি দাসে
চিনিছাড়া মিষ্টি পাবে , খেতে পার মনের আশে ।