যদি কোন কাজে লাগে ভেবে
বেশিরভাগ বাঙালির মতো আমিও
সযত্নে তুলে রাখি এটা-সেটা আমার ব্যবহৃত
পুরনো ভাঙ্গাচোরা ছেঁড়াফাটা পার্স,
হারিয়ে যাওয়া তালার চাবি , ছবি ;
হাবিজাবি যা কিছু ফেলি না ছুড়ে ডাস্টবিনে!
আর সেটাই যে একদিন মোক্ষম অস্ত্র হবে
কে জানতো ! আমার আত্মরক্ষার হাতিয়ার ।
তুলে রেখেছিলাম ভাগ্যিস
হঠাৎ সেদিন বাদপড়া এক ছেঁড়া পার্স খুলে দেখি
আপনার সেই ছোট্ট চিরকুট
' একে নিয়োগ পত্র দেওয়ার ব্যবস্থা করুন '
তারপর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আরেকটা
' --- বুঝে পেলাম '
ব্যস এটাই আমার মোক্ষম অস্ত্র
আজ যখন চারিদিকে তদন্ত হচ্ছে
তখন অনেক আশায় এ-দুটিকে ভরসা করে
কোর্টের দ্বারস্থ হলাম  
অনেক কাঠখড় অনেক হাঁটাহাঁটি করে
জুতোর সুকতলা খুইয়ে
আট মাস পরে পেয়ে গেলাম চাকরি ।