এসো না কাছে , যেওনা কাছে , দূরে থাকাই ভালো
হাতটা ধোও , মুখটা ঢাকো , জগৎ এখন কালো ।
ছোঁয়াছুঁয়ি না , ধরাধরি না , সবার একই মত
নিজেকে বাঁচিয়ে ,পরকে বাঁচাতে এটাই ভালো পথ।
দেশ হতে দেশ দেশান্তরে লেগেছে এখন মড়ক
বন্ধ আজিকে সব যাতায়াত রুদ্ধ এখন সড়ক ।
কর্মের টানে ঘরছাড়া যারা পারেনা ফিরিতে দেশে
পরিজন কাঁদে বসে গৃহফাঁদে মলিন মন ও বেশে ।
শ্মশানে শ্মশানে লম্বা লাইন কখন আসবে পালা
কেহ নেই পাশে  প্রিয়জনে আজ গলায় পরাবে মালা ।