বাংলার দিদিমণি শালবনি ম্যাম
রোজকার টিফিনেতে থাকে রুটি জ্যাম ।
টিফিনের কৌটার ছিল মুখ খোলা
পড়েছিল তাই সেথা দুটি আরশোলা ।
তাই দেখে ভয় পেয়ে শালবনি দি'
চিৎকার করে উঠে ফেলে দেয় বাটি ।
টিফিনের পরে ছিল আমাদের ক্লাস
তখনো মনে তাঁর আরশোলা ত্রাস ;
আমাদের সহপাঠী সুলতানা পাজিটা
তিতলির সাথে সে ধরেছিল বাজিটা --
ছোট্ট ঠোঙায় মুড়ে তেলাপোকা একটা
চেয়ারের নিচেতে সেঁটে দেয় ঠোঙাটা
খড়খড় করে ওঠে ডানা যত ঝাপটায়
গুটিসুটি মেরে দিদি নিজেকে সামলায়
চোখে মুখে ভয় তাঁর , মুখে তবু ব্যাকরণ
ভুলভাল বলে দিদি ভয় পেয়ে অকারণ ।