মুসা নবির হাসর
           জামাল ভড়
তুর পাহাড়ের উপর উঠে  
মুসা শুধায় আল্লাহকে ,
শেষ বিচারের দিনে সেদিন
সঙ্গী পাবো কাকে !
তাঁর জবাবে আল্লাহ বলেন ,
এক  কসাই মহল্লার
হাসরের মাঠে কসাইয়ের  
পাশের স্থান তোমার ।
মুসা নবি তখন ভাবেন
কে এমন সে-কসাই
ঘুরে ঘুরে তার সাক্ষাৎ
যেন আমি পাই ।
সাঁঝের বেলা পেরিয়ে গেলে
নবি খোঁজেন তাকে
অবশেষে দেখতে পেলেন
মাংস বিক্রেতাকে
সালাম দিয়ে নবি বলেন ,
তোমার বাড়ি যেতে চাই ,
কসাই বলে হাসিমুখে
চলুন আমার ভাই ।
কসাইয়ের তো অজানা যে
ইনিই মুসা নবি
অতিথিকে আপ্যায়নের
আয়োজন করে সবই ।
নবিকে ঘরে বসতে দিয়ে
কসাই গেল হেঁসেলে
মাংস রেঁধে সব পয়লা
মাকেই খেতে দিলে ;
কসাই-মাতা খুশি হয়ে
করলো মোনাজাত
আল্লাহ যেন হাসর মাঠের
সঙ্গী মুসার সাথ ।
সবার শেষে অতিথিকে
যত্নে খেতে দিল
মুসা নবি বুঝতে পারেন
আল্লাহ কেন বললো ;
মাতৃসেবা পরম ধর্ম
মুসা পেলেন শিক্ষা
নসিহত করেন তিনি
মাতৃসেবার দীক্ষা ।