তুর পাহাড়ের মাথায় গিয়ে
নবি মুসা অনেক প্রশ্ন নিয়ে
আল্লাহকে করেন জিজ্ঞাসা
উত্তরজেনে মেটে নবির পিপাসা ।
একদা কথাবলাকালীন মুসার
চোখেমুখে যন্ত্রণার ছাপ তাঁর ।
আল্লাহ বলে , তুমি আছো দুমড়ে
তোমার শরীর কেন যায় মুচড়ে ?
মুসা "পেটের ব্যথায় কাতর আমি
সে-কথা তুমিই জানো অন্তর্যামী !"
এখান হতে একটু নিচে নেমে যাবে
ছোটপাতারগাছ দেখতে তুমি পাবে
সেই পাতা খাবে আমার নামে
ত্বরায় সে-ব্যথা যাবে অন্তর্ধানে ।
কয়েক মাস পরের কথা
মুসা কাতর পেয়ে পেটের ব্যথা
আল্লাহর বাণী মনে করে
খুঁজে খুঁজে মুসা গেলেন পেয়ে
তারই কটা পাতা নবি নিলেন খেয়ে
তাতেও তাঁর হয়নি উপশম রোগ
মুসা গেলেন তুরপাহাড়ে নিয়ে অভিযোগ ।
শুনে আল্লাহ্ বলেন , এনেছিলে নাম স্মরণে
লজ্জা পেয়ে নবি বলেন ছিল না আমার মনে !
আল্লাহর , "নিমিত্ত গাছ , রোগ সারাই আমি
সকল কিছুর মূলে আমি কারণ অন্তর্যামী ।
আমার নাম নিয়ে যদি খেতে তুমি পাতা
মুহূর্তে চলে যেত তোমার পেটব্যথা ।"