মুসলমানের নামাজ বুঝি
ঈদের দিন আর শুক্রবার
বাকি দিনে পাঁচ অক্তে
পায় নাকি সে ছাড় !
মসজিদ ভরে মুসল্লিতে
কেবল শুক্রবার
পাঁচ ওয়াক্তে মসজিদ খালি
কেবল একটি বার !
নিয়মিত মুসুল্লিদের
পিছন সারি মেলে
শুক্রবারের নামাজিরা
সামনে যাবে ঠেলে ।
ঈদের নামাজ ফরজ তো নয়
তবুও ভিড়ের ঠ্যালা
ঈদের দিনে ফজর নামাজ
করে অবহেলা ।
এই যদি হয় মুসলমানের
হাল হকিকত
কেমন করে নামবে বলো
আল্লাহর রহমত ।