ফুলের ঘায়ে মূর্চ্ছা গেলে
লোকে বলে ফুলটুসি
মৌচাকের মউ খেলে
সে হয় তবে মৌটুসি ।
মধু খাইয়ে সই খোঁজে
পালেদের মধুমিতা
পিতা যদিও জন্মদাতা
পিতা নয় পরমপিতা ।
পাড়ছি আমড়া , দেবো না তো
যতই করো আমড়াগাছি
কাজের কাজী করে কাজই
যতই করো মামদোবাজি ।
চৈত্র ও বৈশাখ মাসের আরেক
নাম যে মধুমাধব
একথাটাও জানে না রে
যদু মধু ও মাধব ।