হাসানের খালার অবস্থা আজ বহু প্রাচীন এক নদীর মতো গতিহীন শীর্ণ  ,
নিশ্চলা , বিগতযৌবন , কোন জোয়ার ভাঁটার প্রবাহ নেই
হয়তো একদিন থেসিস সাগরের মতো থাকবে না ,  
সেখানে হিমালয়ের মতো অজস্র শৃঙ্গ মাথা উঁচু করে
দাঁড়িয়ে নিজদের অবস্থান জানাবে
তবু লোকে জানবে এখানেই ছিল সেই সমুদ্র
নদীর উৎসমুখ থেকে মোহনা পর্যন্ত
হাসানের খালার জীবনেও ব্যাপ্তি ছিল
জোয়ার ভাঁটা ছিল , নৌচলাচল ছিল
পানকৌড়ি গাঙচিলের মাছধরা ছিল
ভাটিয়ালি গানের সুর ছিল
নদীমাতৃক নারীজীবন চিরকাল একই ধারায় বয়ে চলে
কালের প্রবাহে কখন যে তার অবলুপ্তি ঘটে কে জানে !