ফুলের গন্ধে আমরা মেতে
কয়েক বন্ধু আসন পেতে
দিনগুলো সব হাসতে হাসতে
               স্বপ্ন ঘোরে দিন কেটেছে
বৃক্ষ তরু লতা পাতায়
পুষ্পে পুষ্পে ডাল ভরে যায়
বর্ণে সৌরভে মন মাতায়
                প্রেম সোহাগ বেঁটেছে ।
ফুলের জন্য নারীর জন্য
আমরা তখন ভীষণ বন্য
যৌবন ছিল পূর্ণ ধন্য
                 দেখতে দেখতে বুড়ো হলাম
এখন যারা বেঁচে আছি
কেউ কাঁদি কেউ হাসি
হাঁটুর ব্যথায় নাকাল আছি
                  চট জলদি তলিয়ে গেলাম ।