তোমার মতো শাঁসে জলে
আমিও আছি ভাই
আমার মতো উঁচু মাথা
তোমার কিন্তু নাই ।
তোমার মাথায় চড়ছে লোকে
তরতরিয়ে ওই
আমার কাছে আসতে হলে
লাগবে সবার মই ।
কাঠবিড়ালি বাসা বাঁধে
খাবে তোমায় কুরে
বাবুই পাখি বাসা বাঁধে
আমার পাতা জুড়ে ।
আমার পাতায় পাখা বানায়
লোকের হাতে ঘোরে
তোমার পাতায় খ্যাংরাকাঠি
লোকের ঘরে ঘরে ।
লোহার মতো শক্ত আমি
আমার কদর তাই
মরার পরে জ্বালানিতে
তুমি হবে ছাই ।