যেথায় ছিল ছোট্ট গ্রাম
নামটি নয়নসুখ
স্মৃতিমেদুর স্বপ্নমাখা
জাগায় বড় দুখ !
গঙ্গানদীর পাড়ে ছিল
ছোট্ট গ্রামখানি
নদীর ভাঙন কেড়ে নিল
অনেকখানি , জানি ।
মিলেমিশে সেথায় লোকে
বিবাদে ও আবাদে
নয়নসুখ আছে জানি
মুর্শিদাবাদে ।
এখন সেথায় কয়েক ঘরের
আছে বসবাস
কখন ভাঙে ঘর বা বুঝি
ভাবনা বারোমাস ।
ধরার বুকে এদিক ওদিক
ছড়িয়ে তারা আছে
কেউ বা থাকে শহরেতে
কেউ বা গাঁয়ের কাছে ।
শিকড়ছেঁড়া মানুষগুলো
সরল সাদাসিধে
ভায়ের দুঃখের ভাগী হয়ে
জানেও তারা নিতে !
ফারাক্কার কাছে আছে
এই মিষ্টিনামের গাঁও
সময় পেলে নয়নসুখে
একটিবারও যাও ।