চেয়েছিলাম হব আমি মহা এক নায়ক
ভাগ্যের ফেরে কেন হয়েছি খলনায়ক
অভিনয় জানি ভালো সকলের সেরা
খলনায়ক হয়ে গেলাম ভাগ্যের ফেরা
সব গুণ আছে আমার জনগণে বলে
বিন্ধ্য গুজরাটে লক্ষ্ণৌ আর হিমাচলে
তবু কিছু রাজ্যে কথা মম শোনে না যে
অন্তরে এই ব্যথা বড় বেশি বাজে
বচ্চন হতে গিয়ে বনে গেলাম গব্বর
যাই বলো তাই বলো অভিনয়ে জব্বর
কোন কোন শিশু কাঁদে নাম শুনে ভয়ে
কেউ ফাটে উল্লাসে গর্বের এই বিজয়ে ।