আষাঢ়স্য প্রথম দিবসের মতো তোমার মুখ দেখে
আমি থমকে গেলাম , ভাবলাম কিছু একটা হয়েছে
হাওয়ায় এলোমেলো তোমার চুল , তুমি ভ্রূক্ষেপহীন
আমি যে তোমার সামনে দাঁড়িয়ে , তুমি ভাবলেশহীন
তোমার কম্পমান অধর , আমার অব্যক্ত অভিব্যক্তি ।
স্থানুবৎ দুই মূর্তি যেন মহাকাশের দূরের দুটি গ্রহ
নীরবতার স্রোতে ভেসে যায় সময় ভাসে কালবেলা
দিবসের অবেলায় নেমে আসে যেন ঘোর অমানিশা
নেই তারকার ঝিকিমিকি , জোনাকির ক্ষীণ আলো
এই নিঃশব্দতা ভেঙ্গে বিহঙ্গের কলতানে ভরে উঠুক
আকুল প্রতীক্ষায় চেয়ে থাকি আমি নির্বাক হয়ে
কখন কেটে গিয়ে মেঘ তোমার আকাশ হবে নীল ।