দাপিয়ে ভারত কাঁপিয়ে শাসক কেড়ে নিয়ে ঘুম যিনি
একশো পঁচিশ বছর আগে জন্ম নিলেন তিনি
প্রভাবতীর কোলে , জানকিনাথের ঘরে কটকশহরে
মেধায় মননে চিন্তাধারায় কী অপরিমিত বহরে !
সি আর দাশের শিষ্য তিনি , নেহরুজিকে অনুসরণ
মহাত্মা গান্ধীর ছত্রছায়ায় রাজনৈতিক অনুরণন । ভিন্ন দলের জন্ম দিলেন মতান্তরের বিচারে
স্বাধীনতা চাই দয়ায় নহে হয়ে নিজেদের অধিকারে
তোমরা আমাকে রক্ত দাও , আমি দেব স্বাধীনতা
আবালবৃদ্ধবনিতার কাছে এটাই ছিল তাঁর কথা ।
করাচি কাবুল জার্মানি হয়ে পৌঁছিয়া জাপানে
গঠিয়া ভারতের জাতীয় সেনা কঠোর আক্রমণে
দখল করি স্বাধীন ভারতের মৈরাঙ মনিপুরের
জাতীয় পতাকা প্রথম ওঠে স্বাধীন ভারত ভূমের !
সহসা ভাগ্য বিড়ম্বনার ফলে এক বিমান দুর্ঘটনায়
নিখোঁজ নেতাজি ,কাঁদে দেশবাসী অসীম যাতনায়!