নিজের কষ্ট থাক না নিজের কাছে
আপন দুঃখ থাক না লুকিয়ে অন্তরে
ছোট ছোট হাসিকান্না নাই বা তুমি বললে
আপন মনের গোপন কথা গোপন করেই রাখলে
যতই তোমার হোক না আপন বন্ধুস্বজন ভাই
গোপন কথা বলো না তারে তুমি
একদিন সে সেটাই অস্ত্র করে
আঘাত হানে তোমার দুর্বলতায়
সেদিন তোমার নীরবতাই সার
কূল পাবে না এপার-ওপার
পস্তাবে অন্তরে , দগ্ধ নিজের মনে
সকল ব্যথা গোপন করে রাখলে তুমি দেখবে
মেঘের আড়াল থেকে আবার
সূর্য হেসে উঠবে ।