তোমার দরজা ছিল না বন্ধ
জানালা ছিল না রুদ্ধ
খোলা হাট গিয়ে দেখি
ভিতরে শূন্য , কেউ নেই এ কী !
অপার সেই  শুন্যতায়
মন বাল্যকালে ফিরে যায়
কবেকার সেই মিষ্টিমধুর স্মৃতি
মনের গহনে জাগে রোমাঞ্চ ও ভীতি
আমার গগন হঠাৎ কালোমেঘে ছেয়ে  
ঝরঝর বরিষণধারা আসে ধেয়ে ।
এক তীব্র যাতনা প্রতিক্ষণ মনে
হয়তো নিরবাসে দেবে নির্জন বনে ।